রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে এবার উদ্যোগ নিচ্ছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৩১, ২০২৩, ১০:৪৬ এএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে এবার উদ্যোগ নিচ্ছে সৌদি আরব

সংগৃহীত ছবি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ থামাতে এবার উদ্যোগ নিচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরব। দুই দেশের যুদ্ধ থামাতে আফ্রিকার বেশ কয়েকটি দেশ যৌথভাবে এবং চীন পৃথকভাবে প্রচেষ্টা চালানোর মাঝেই সৌদি আরব এ ঘোষণা দিলো।

যুদ্ধের মধ্যেই ইউক্রেনের শান্তি আলোচনার জন্য প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পরিকল্পনা জানতে সৌদি আরব একটি সম্মেলনে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কি প্রশাসনের চিফ অব স্টাফ অ্যান্ড্রি ইয়ারমাক রবিবার জানিয়েছেন, সৌদি আরবে অনুষ্ঠেয় সম্মেলনে বিভিন্ন দেশের কর্মকর্তারা অংশগ্রহণ করবেন। তবে সৌদি আরবের কোন শহরে ও কখন ওই সম্মেলন অনুষ্ঠিত হবে তা সৌদি সরকার অবহিত করেনি।

তবে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে সৌদি আরবের গণমাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, আগামী মাসে ইউক্রেনের সঙ্গে বসতে যাচ্ছে সৌদি প্রতিনিধি দল। এ আলোচনায় পশ্চিমা বিশ্বের দেশগুলোসহ ভারত-ব্রাজিলকেও আমন্ত্রণ জানাবে সৌদি আরব।

প্রতিবেদনে আরও বলা হয়, ৩০ দেশের উচ্চ পর্যায়ের নেতাদের নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। পশ্চিমা দেশগুলো ছাড়াও ইন্দোনেশিয়া, মিশর, মেক্সিকো, চিলি এবং জাম্বিয়ার কর্মকর্তারা ওই সম্মেলনে অংশ নিবেন। আসছে আগস্টের ৫ অথবা ৬ তারিখে জেদ্দায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানানো হয় ওই প্রতিবেদনে। 

এদিকে, শান্তি আলোচনা নিয়ে ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনের সঙ্গে তখনই শান্তি আলোচনা সম্ভব যদি তারা নতুন বাস্তবতা মেনে নেয়। অন্যদিকে, জেলেনস্কি প্রশাসন বরাবরই বলে আসছে, ইউক্রেনের মাটি থেকে রাশিয়া তাদের সেনা প্রত্যাহার করে নিলেই শান্তি আলোচনা সম্ভব। 

Link copied!