রাশিয়া-ইউক্রেন সংকট: বাখমুতকে ঘিরে এগিয়ে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৬, ২০২৩, ০৫:৩৯ পিএম

রাশিয়া-ইউক্রেন সংকট:  বাখমুতকে ঘিরে এগিয়ে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনী

রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করেছে ইউক্রেনীয় বাহিনী। বাখমুত পুনরুদ্ধারে শহরটিকে ঘিরে তাদের বাহিনী অগ্রসর হচ্ছে বলে স্বীকার করেছেন উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মাইয়ার। 

তার বরাত দিয়ে  ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, কিছু দিকে ইউক্রেনের সেনারা ‘আক্রমণাত্মক অভিযান’ শুরু করেছে।

চলমান যুদ্ধের সবচেয়ে দীর্ঘ লড়াইয়ের পর গত মাসের শেষ দিকে রাশিয়ার ভাড়াটে বাহিনী ভাগনার ইউক্রেনের কাছ থেকে বাখমুত দখল করে নেয়। পরে  রাশিয়ার নিয়মিত বাহিনীর কাছে শহরটির নিয়ন্ত্রণ হস্তান্তর করে। এখন সেই বাখমুত পুনরুদ্ধারে অগ্রসর হচ্ছে ইউক্রেনীয় বাহিনী।

এ ব্যাপারে ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মাইয়ার বলেন, “২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি আমাদের যে প্রতিরক্ষা অভিযান শুরু হয়েছিল সেটি চলছে। এই অভিযানে পাল্টা আক্রমণসহ সব রয়েছে। আমরা কিছু এলাকায় আক্রমণাত্মক অভিযানের দিকে যাচ্ছি।’

এর আগে দোনেৎস্কে ইউক্রেনের সেনারা বড় হামলা চালিয়েছিল বলে দাবি করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। কিন্তু তাদের সেই হামলা নস্যাৎ করে দেওয়া হয়েছে। এরপরই ইউক্রেনীয় মন্ত্রী জানালেন, তাদের সেনারা কিছু দিকে হামলা শুরু করেছে।

ইউক্রেনীয় উপপ্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, “বাখমুত যুদ্ধের মূলকেন্দ্রে রয়েছে। আমরা এখানে একটি বিস্তৃত সম্মুখভাগ দিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা সফল। আমরা সেখানে এগিয়ে আছি। শত্রুরা (রুশ বাহিনী) রক্ষণাত্মক ভঙ্গিতে আছে এবং নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছে।

এদিকে, রাশিয়া দোনেৎস্কে ইউক্রেনীয় সেনাদের যে পাল্টা আক্রমণের দাবি জানিয়েছে, সেটি সঠিক নয় বলে জানিয়েছেন ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী। তার দাবি, বাখমুতে রুশ সেনারা মার খাচ্ছে। আর এ বিষয়টি থেকে সাধারণ মানুষের নজর সরাতে দোনেৎস্কে ইউক্রেনীয়দের হামলা ও ২৫০ সেনা নিহত হওয়ার কথা বলছে রাশিয়া।তবে কিয়েভের এ দাবির কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানায়নি মস্কো।

Link copied!