রাশিয়াকে চীনের সহায়তা: ওয়াং ইকে হুঁশিয়ারি দিলেন অ্যান্থনি ব্লিঙ্কেন

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২৩, ০১:০৯ এএম

রাশিয়াকে চীনের সহায়তা:  ওয়াং ইকে হুঁশিয়ারি দিলেন অ্যান্থনি ব্লিঙ্কেন

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সহায়তা দেওয়ার জন্য চীন পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয় সম্প্রতি মার্কিন গণমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাতকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, সব তথ্য-প্রমাণ যাচাই করে মনে হচ্ছে রাশিয়াকে অস্ত্র সহায়তার কথা ভাবছে চীন। এরই মধ্যে  ওয়াগনার গ্রুপকে চীন সহায়তা শুরু করে দিয়েছে বলেও তিনি দাবি করেন।

এদিকে, স্থানীয় সময় জার্মানির মিউনিখে অনুষ্ঠিত আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে সাইডলাইনের বৈঠকে রাশিয়াকে সহায়তার ব্যাপারে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন বিঙ্কেন।

ওই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেন, রাশিয়াকে সহায়তা করলে তা চীন-মার্কিন সম্পর্কে খারাপ প্রভাব ফেলবে। এ সময় চীনের বেলুনকাণ্ডের জন্যও বেইজিংয়ের তিরস্কার করেন ব্লিঙ্কেন।

ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়াকে দফায় দফায় নিষেধাজ্ঞা দিয়ে বিশ্ব বাণিজ্য থেকে আলাদা করে রাখতে চাইছে যুক্তরাষ্ট্র। তবে রাশিয়ার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে তেল আমদানি অব্যাহত রেখেছে চীন। পাশাপাশি ইউক্রেন যুদ্ধের জন্য মস্কোর কোন সমালোচনাও করছে না বেইজিং। এসব কারণে ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটা চীনের ওপর ক্ষিপ্ত।

Link copied!