রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার মাত্রা সম্প্রসারণ করলো জাপান

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৭, ২০২৩, ১১:১৪ এএম

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার মাত্রা সম্প্রসারণ করলো জাপান

রাশিয়া ৫৫টি ক্ষেপণাস্ত্র হামলা করেছে পুরো ইউক্রেনজুড়ে। এ হামলায় ১১ জনের মৃত্যু ও ১১ জন আহত হয়েছে। এই খবর যখন সংবাদমাধ্যম জুড়ে তখন নতুন ঘোষণা দিলো জাপান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশটির অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার মাত্রা সম্প্রসারণ করা হচ্ছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) এই বিজ্ঞপ্তির মাধ্যমে জাপান জানায়, মস্কোর সামরিক সক্ষমতা বৃদ্ধিমূলক বিভিন্ন কাজে জড়িত থাকায় আগামী ৩ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার ৪৯টি প্রতিষ্ঠানকে রোবট, গোলাবারুদ, এক্স-রে পর্যবেক্ষণ সরঞ্জাম, ওয়াটার ক্যানন, গ্যাস এক্সপ্লোরেশন সরঞ্জামসহ বিভিন্ন পণ্য পাঠানো হবে না।

এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়, এয়ারক্রাফট কোম্পানি জেএসসি ইরকুট কর্প ও মিসাইল নির্মাতা এমএমজেড অ্যাভানগার্ডসহ তিনটি প্রতিষ্ঠান এবং রাশিয়া সরকারের ২২ কর্মকর্তার সম্পদ জব্দ করা হবে।

জাপানের নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন রাশিয়ার বিচার বিষয়ক মন্ত্রী কোনস্টান্টিয়ান চুশেঙ্কো, রাশিয়ার ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী মিখাইল মিজিনৎসেভসহ ১৪ জন। যারা মধ্য ইউক্রেনের দক্ষিণপূর্বাঞ্চল একীভূতকরণে জড়িত ছিলেন।

Link copied!