রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের ‘পাল্টা অভিযান’ শুরু হয়েছে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১২, ২০২৩, ০১:৫২ এএম

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের ‘পাল্টা অভিযান’ শুরু হয়েছে: জেলেনস্কি

সংগৃহীত ছবি

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের দীর্ঘ প্রতীক্ষিত ‘কাউন্টার অফেন্সিভ’ বা ‘পাল্টা অভিযান’ শুরু হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এটি স্বীকার করলেও অভিযান নিয়ে কোনো তথ্য যেমন অভিযান কোন পর্যায়ে আছে, কোন অঞ্চলে হচ্ছে জানাতে অস্বীকার করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

গতকাল শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ভিডিও সাক্ষাতকারে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা হামলা চালানোর কথা বলেন। এর ২৪ ঘণ্টার মধ্যেই ইউক্রেনীয় প্রেসিডেন্টও নিশ্চিত করলেন তারা রাশিয়ার বিরুদ্ধে ‘কাউন্টার অফেন্সিভ’ বা ‘পাল্টা অভিযান’ শুরু করেছে।  

বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনীয় সেনারা পূর্বে বাখমুতের কাছে ও দক্ষিণে জাপোশিয়ার  দিকে অগ্রসর হচ্ছে এবং রাশিয়ার লক্ষ্যবস্তুতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেন তাদের অভিযানে অগ্রগতির কথা জানালেও রাশিয়ার দাবি তারা সব হামলা প্রতিহত করেছে এবং ব্যাপক ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছে।

যুদ্ধরত দুই পক্ষ বিপরীতমুখী কথা বলায় যুদ্ধের বাস্তব চিত্র তুলে ধরতে পারেনি বিবিসি ও রয়টার্স।

গত কয়েকদিন ধরে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোশিয়ায় লড়াই তীব্রতর হওয়ার খবর পাওয়া গেছে। ইউক্রেনীয় বাহিনী ওই অঞ্চলে আজভ সাগরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা করছে। আর এটি করতে পারলে রুশ বাহিনীকে বিভক্ত হয়ে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এদিকে, ইউক্রেনকে সামরিক সহায়তা হিসেবে নতুন করে ৫০ কোটি  কানাডিয়ান ডলার দেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী  জাস্টিন ট্রুডো। শনিবার এক অঘোষিত সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভে এসে প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে বৈঠকে তিনি এই সহায়তার ঘোষণা দেন।   

Link copied!