রাশিয়ায় পৌঁছতে পারে এমন অস্ত্র ইউক্রেনকে দেওয়া হবে না: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

মে ৩১, ২০২২, ০২:৪৩ পিএম

রাশিয়ায় পৌঁছতে পারে এমন অস্ত্র ইউক্রেনকে দেওয়া হবে না: বাইডেন

সামরিক হামলা শুরুর পর থেকে রুশ বাহিনীর মোকাবিলায় ইউক্রেনকে কয়েক দফায় অস্ত্র সহায়তা দিয়েছে। তবে এমন কোনো অস্ত্র বা রকেট ব্যবস্থা যুক্তরাষ্ট্র দেবে না যা কিনা রাশিয়ায় পৌঁছতে পারে।

স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একথা বলেন।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়, রাশিয়াতে আক্রমণ করা যাবে এমন রকেট ব্যবস্থা আমরা ইউক্রেনে পাঠাচ্ছি না।

যুক্তরাষ্ট্র ও ন্যাটো মিত্রদের কাছে ইউক্রেন মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমসহ দূরপাল্লার অস্ত্র ব্যবস্থা চেয়ে আসছিল। কিয়েভের এমন আহ্বানের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট এ কথা জানান।

বাইডেন এ সময় আরও বলেন, “ কীভাবে ব্যবহার করা হবে সেটির ভিত্তিতে অস্ত্র পাঠানো হবে। তিনি ও তার দল দেশটিতে নতুন সামরিক প্যাকেজ পাঠানোর বিষয়ে কাজ করছেন।”

প্রসঙ্গত, উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ন্যাটোর সদস্যপদের জন্য কয়েক বছর আগে আবেদন করা নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর মধ্যে ন্যাটো ইউক্রেনকে ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় মস্কো-কিয়েভের দ্বন্দ্ব আরও প্রকট হয়। ন্যাটোর সদস্যপদের আবেদন প্রত্যাহারে চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরুর দুই মাস আগ থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখে মস্কো।

তবে ওই কৌশল কাজে না আসায় গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এর দুদিন পর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

Link copied!