রুশ টিভি সাংবাদিককে হত্যা করতে চেয়েছিল ইউক্রেন: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২৬, ২০২২, ০৪:২২ এএম

রুশ টিভি সাংবাদিককে হত্যা করতে চেয়েছিল ইউক্রেন: পুতিন

রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি দেশটির খ্যাতিমান সাংবাদিক ভ্লাদিমির স্লোভইয়েভকে হত্যা প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে।

ইউক্রেনের দিকনির্দেশনায় একদল নব্য নাৎসি এই হত্যাকাণ্ড ঘটাতে চেয়েছিল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বৈঠকে হত্যাপ্রচেষ্টার কথা জানিয়ে বলেছেন, তারা এটা অস্বীকার করবে। কিন্তু এটা সত্য ঘটনা। এ সংক্রান্ত অকাট্য প্রমাণ রয়েছে।

এদিকে, রাশিয়ার নিরাপত্তা বাহিনী জানিয়েছে, নব্য-নাৎসি গ্রুপের কয়েকজন রুশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এদের সবাই ছিল যারা উগ্র জাতীয়তাবাদে বিশ্বাসী। তারা রাশিয়ার সাংবাদিক ভ্লাদিমির স্লোভইয়েভকে হত্যার পরিকল্পনা করছিল।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা নব্য নাৎসিদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধারের দাবি করেছে।

ভ্লাদিমির স্লোভইয়েভ হচ্ছেন রাশিয়ার প্রখ্যাত সাংবাদিক এবং টিভি চ্যানেলের রাজনৈতিক টকশোর জনপ্রিয় উপস্থাপক।

Link copied!