রুশ প্রেসিডেন্ট পুতিনকে হত্যার চেষ্টা ব্যর্থ!

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৩, ০৪:২৩ এএম

রুশ প্রেসিডেন্ট পুতিনকে হত্যার চেষ্টা ব্যর্থ!

আত্মঘাতী ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করেছিল ইউক্রেনীয় সেনাবাহিনী। ওই ড্রোনে ১৭ কেজি বিস্ফোরক বহন করা হয়েছিল, তবে ড্রোনটি নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোর আগেই বিস্ফোরিত হয়ে যায়। এতে পুতিনকে হত্যার পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়।

ইউক্রেনীয় অ্যাক্টিভিস্ট ইউরি রোমানেনকোর একটি টুইট বার্তা উদ্ধৃত করে জার্মানির গণমাধ্যম বিল্ড এ তথ্য প্রকাশ করেছে। শনিবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদন এমনই খবর প্রকাশ করেছে।

ডেইলি মেইলের  প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরক ভর্তি একটি আত্মঘাতী ড্রোন দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করতে চেয়েছিল ইউক্রেনের সামরিক বাহিনী। তবে  লক্ষ্যবস্তু থেকে কয়েক মাইল দূরে ড্রোনটি বিধ্বস্ত হওয়ায় জেলেনস্কি সরকারের ওই পরিকল্পনা ব্যর্থ হয়।

তবে বিল্ডের ওই প্রতিবেদন সম্পর্কে জেলেনস্কি প্রশাসন এমনকি ইউক্রেনিয় সেনাবাহিনী এখনও  আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে,  মস্কোও কোনো প্রতিক্রিয়া জানায়নি।

Link copied!