রুশ বাহিনী দনবাসে হামলা শুরু করেছে, বললেন জেলেনস্কি

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৯, ২০২২, ০৯:১৭ এএম

রুশ বাহিনী দনবাসে হামলা শুরু করেছে, বললেন জেলেনস্কি

ইউক্রেনের পূর্বাঞ্চলে বড় ধরনের হামলা শুরু করেছে রাশিয়া বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সংবাদমাধ্যম রয়টার্সের বরাত দিয়ে সোমবার মধ্যরাতে টেলিগ্রামে দেওয়া বার্তায় জেলেনস্কি এসব কথা বলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, দনবাসের নিয়ন্ত্রণ মস্কোর জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। কারণ এর নিয়ন্ত্রণ নিলে ২০১৪ সালে রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে করিডর তৈরি হবে।

জেলেনস্কি বলেন, “আমরা এখন নিশ্চিত করছি, রুশ বাহিনী দনবাস অঞ্চলের জন্য লড়াই শুরু করেছে। দীর্ঘ সময় ধরে তারা এর জন্য প্রস্তুতি নিচ্ছিল। তবে এখানে যত জন রুশ সেনা নিয়ে আসা হোক না কেন আমরা লড়াই করব। আত্মরক্ষার এই লড়াই চালিয়ে যাব আমরা।”

রুশ বাহিনীর বড় ধরনের হামলার শঙ্কা থেকে এর আগেই দনবাসের মানুষজনকে ইউক্রেনের পশ্চিম অংশ সরে যাওয়ার আহ্বান জানিয়েছিল দেশটির কর্তৃপক্ষ।

Link copied!