ভারতে লকডাউন ভেঙে করা শতাধিক বিয়েকে অবৈধ ঘোষণা!

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৭, ২০২১, ০৭:১০ পিএম

ভারতে লকডাউন ভেঙে করা শতাধিক বিয়েকে অবৈধ ঘোষণা!

ভারতের মধ্যপ্রদেশের রাজ্য সরকার লকডাউনের ভিতরে করা ১৩০ টি বিয়েকে বৈধ ঘোষণা করেছে।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার  (২৭ মে) লকডাউন ভেঙে অনুষ্ঠিত হওয়া বিয়েগুলোকে অবৈধ ঘোষণার সিদ্ধান্ত জানায় মধ্যপ্রদেশ রাজ্য সরকার। 

করোনার ঊর্ধ্বগতি ঠেকাতে রাজ্যজুড়ে লকডাউন চলছে। এসময় সময় সব ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে রাজ্যজুড়ে অন্তত ১৩০টি বিয়ে অনুষ্ঠিত হয়েছে। তাই নিষেধাজ্ঞা ভেঙে অনুষ্ঠিত হওয়া সেসব বিয়েকে অবৈধ ঘোষণা করেছে রাজ্য সরকার।

রাজ্য সরকারের এক প্রশাসনিক কর্মকর্তা বলেন, লকডাউন ঘোষণার সময় স্পষ্ট ভাবে জানানো হয়েছিল, মে মাসে কোনো বিয়ে হবে না। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সেই নির্দেশনা ভাঙা হয়েছে বলে খবর এসেছে। এ পরিস্থিতিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে, ওই বিয়েগুলো অবৈধ ঘোষণা করা হবে। 

তিনি জানান, সরকারি নির্দেশ অমান্যের দায়ে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা অনুযায়ী ওই বিয়েগুলো অবৈধ ঘোষণা করা হচ্ছে। ইতোমধ্যেই বিভিন্ন জেলা প্রশাসকের এ বিষয়ে বার্তা দেওয়া হয়েছে যেন, সংশ্লিষ্ট জেলার ম্যাজিট্রেটরা মে মাসের কোনো বিয়ের সনদপত্র না দেন।

 

Link copied!