শতক পেরিয়েছে কাবুলে জোড়া আত্মঘাতী হামলায় মৃতের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২৭, ২০২১, ০৯:১৪ পিএম

শতক পেরিয়েছে কাবুলে জোড়া আত্মঘাতী হামলায় মৃতের সংখ্যা

কাবুল বিমানবন্দরের বাইরে দুটি ভয়াবহ আত্মঘাতী হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১০৩ জনে দাঁড়িয়েছে। নিহতের মধ্যে নারী-শিশুসহ অন্তত ২৮ জন তালেবান ও ১৩ জন মার্কিন সেনাসদস্যও আছেন। আহত হয়েছেন আরো দেড় শতাধিক। হামলায় দায় স্বীকার করেছে সন্ত্রাসবাদী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।  

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দেশত্যাগের জন্য হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে কয়েক হাজার দেশি-বিদেশি নাগরিক অবস্থান করছিলেন। সন্ধ্যার একটু পর বিমানবন্দরের অ্যাবি গেটের বাইরে প্রথম আত্মঘাতী বোমা হামলাটি হয়। এ সময় সেখানে প্রায় ৫ শতাধিক মানুষ ছিলেন। প্রথম বিস্ফোরণটির পর পর দূর থেকে ঘটনাস্থলে গুলি চালায় আরেক হামলাকারী। প্রথম হামলার কিছুক্ষণ পরেই বিমানবন্দরের কাছাকাছি ব্যারন হোটেলের বাইরে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে।

 

আহতদের মধ্যে আশঙ্কাজনক অনেককে ঘটনাস্থলে থেকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে অনেককে। হামলায় মারাত্মকভাবে আহতের সংখ্যা বেশি হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় হাসপাতালগুলোর চিকিৎসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে জোড়া আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে উগ্র জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। গোষ্ঠীটি নিজস্ব বার্তা সংস্থা আমাক-এ হামলার দায় স্বীকার এক প্রতিবেদন প্রকাশ করেছে।  

এর আগে বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগেও আইএস কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল আমেরিকা ও ব্রিটেনসহ পশ্চিমা কয়েকটি দেশ। তারা তাদের নাগরিকদের বৃহস্পতিবার (২৬ আগস্ট) কাবুল বিমানবন্দর থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিল।

 

Link copied!