শনিবার ঈদের চাঁদ দেখার সম্ভাবনা নেই, সৌদিতে ঈদ সোমবার

আন্তর্জাতিক ডেস্ক

মে ১, ২০২২, ০৩:২৬ এএম

শনিবার ঈদের চাঁদ দেখার সম্ভাবনা নেই, সৌদিতে ঈদ সোমবার

শনিবার শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা দ্য ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)। গালফনিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আইএসি জানিয়েছে,, আগামীকাল রবিবার রমজান মাসের শেষ দিন এবং পরদিন সোমবার শাওয়ালের প্রথম দিন অর্থাৎ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সোমবার (২ মে ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদ উদযাপন করায় এসব দেশে রবিবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সোমবার এবং সোমবার চাঁদ দেখা গেলে মঙ্গলবার ঈদ উদযাপিত হবে।   

 শনিবার সকালে আইএসি’র এক বিবৃতিতে জানানো হয়,  চাঁদ দেখার মধ্য দিয়ে আজ (শনিবার) রমজানের শেষ দিন চিহ্নিত করা খুবই কঠিন হবে। মুসলিম বিশ্বের কোনো দেশ থেকেই আজ চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই।

তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ বেশ কয়েকটি দেশ মুসলিমদের উদ্দেশে অনুরোধ জানিয়েছে, শনিবার ২৯ রমজান সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখতে পেলে তারা যেন সরকারকে জানান।

এর আগে, আরবি শাওয়াল মাসের প্রথম দিন হওয়ায় সোমবার ঈদ উল ফিতর উদযাপনে আনুষ্ঠানিক ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। গত বৃহস্পতিবার দেশটির ফতোয়া কাউন্সিল, স্থানীয় ও বিদেশি পর্যবেক্ষক সদস্যদের ঐক্যমতের পর ওই ঘোষণা দেওয়া হয়।

Link copied!