শাহরুখ খান ও সালমান খানকে পেছনে ফেলেছেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ৭, ২০২২, ১১:৫৯ পিএম

শাহরুখ খান ও সালমান খানকে পেছনে ফেলেছেন ইমরান খান

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের লংমার্চ ব্যর্থ হয়েছে দাবি করে জমিয়ত উলেমা-ই-ইসলাম (এফ) দলের প্রধান মাওলানা ফজলুর রহমান বলেন, একটি নতুন নাটক মঞ্চস্থ হয়েছে। প্রথম যখন আমরা খবর শুনি তখন উদ্বেগ ছিল, আমরা সমবেদনা প্রকাশ করেছি। কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে, অভিনয়ে শাহরখ খান ও সালমান খানকে পেছনে ফেলে দিয়েছেন ইমরান খান।

রবিবার (৬ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি এ খবর জানিয়েছে।

শাহবাজ শরিফ সরকারকে কঠোর হতে বলে ফজলুর রহমান বলেন, পাকিস্তানকে নিয়ে কাউকে খেলা করতে দেওয়া উচিত না। তাদের প্রতি এখন আর কোনো নমনীয় আচরণ করা হবে না।

বৃহস্পতিবার লং মার্চ পাঞ্জাবের ওয়াজিরাবাদে পৌঁছালে বন্দুকধারীর গুলিতে পায়ে গুলিবিদ্ধ হন ইমরান। লাহোরে হাসপাতালে চিকিৎসা শেষে ছাড়া পেয়েছেন তিনি।

হামলার জন্য প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও শীর্ষ আইএসআই কর্মকর্তা মেজর জেনারেল ফয়সল নাসেরকে দায়ী করেছেন ইমরান খান।

রবিবার তিনি ঘোষণা দিয়েছেন যে, মঙ্গলবার হামলা স্থল থেকেই লং মার্চ পুনরায় ইসলামাবাদের উদ্দেশে রওনা দেবে। তবে তিনি থাকবেন না। লং মার্চ রাওয়ালপিন্ডি পৌঁছার পর তিনি তাতে অংশগ্রহণ করবেন।

Link copied!