শীর্ষ সৌদি আলেমের ইন্তেকাল

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৭, ২০২২, ১২:২৫ এএম

শীর্ষ সৌদি আলেমের ইন্তেকাল

সৌদির সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সাবেক প্রধান ও সিনিয়র স্কলার্স কাউন্সিলের সদস্য শায়খ সালেহ বিন মুহাম্মদ আল লুহাইদান মারা গেছেন। স্থানীয় সময় গতকাল বুধবার (৫ জানুয়ারি) রিয়াদে তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স ছিল ৯০ বছর।

রিয়াদের আল রাজি মসজিদে আসর নামাজের পর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে গত মাসে শারীরিক অসুস্থ হয়ে তিনি রিয়াদের একটি হাসপাতালে ভর্তি হন এবং আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়।

শায়খ সালেহ আল লুহাইদান ১৯৩১ সালে সৌদির আল কাসিম অঞ্চলে জন্মগ্রহণ করেন। ১৯৫৯ সালে রিয়াদের শরিয়াহ কলেজ থেকে পড়াশোনা শেষ করেন। এরপর তিনি সৌদির তৎকালীন মুফতি শায়খ মুহাম্মদ বিন ইবরাহিম আলে শেখ-এর সহকারী হিসেবে কাজ করেন। ১৯৬৩ সালে তিনি রিয়াদের সুপ্রিম কোর্ট প্রধানের সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৪ সালে তিনি রিয়াদ সুপ্রিম কোর্টের প্রধান নিযুক্ত হন। ১৯৮২ সালে তিনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ১৯৭১ সাল থেকে সিনিয়র স্কলার্স কাউন্সিলের প্রতিষ্ঠাকাল থেকে সদস্য ছিলেন।

Link copied!