শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন রনিল বিক্রমাসিংহে

আন্তর্জাতিক ডেস্ক

মে ১২, ২০২২, ০৯:৩৮ পিএম

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন রনিল বিক্রমাসিংহে

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি) নেতা রনিল বিক্রমাসিংহে। বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি শপথ নেন। লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য জানিয়েছে।

এর আগে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন বিক্রমাসিংহে। বিক্রমাসিংহে ১৯৯৩ থেকে ১৯৯৪, ২০০১ থেকে ২০০৪, ২০১৫ থেকে ২০১৮ এবং ২০১৮ থেকে ২০১৯ সাল মেয়াদে শ্রীলংকার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে একই বছরে তিনি দুই মেয়াদে প্রধানমন্ত্রী হন। প্রথমবার ১০০ দিন দায়িত্ব পালন করেন। এরপর আবারও প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ১৯৯৪ থেকে ২০০১ এবং ২০০৪ থেকে ২০১৫ সাল মেয়াদ পর্যন্ত তিনি বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। 

মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের পর প্রধানমন্ত্রী পদ নিয়ে বেশ জল্পনা-কল্পনা চলছিল দেশটিতে। গত ২০ বছরের মধ্যে ১২ বছরই শ্রীলঙ্কার সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকেছেন রাজাপাকসে পরিবারের সদস্যরা। এসময় তারা স্বৈরতন্ত্রের তকমা পেয়েছেন। মাহিন্দা রাজাপক্ষে দুই মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেন।

Link copied!