শ্রীলঙ্কায় জ্বালানি তেলের নতুন মূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত মিছিলে পুলিশের গুলিতে অন্তত ১ আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৩ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
শ্রীলঙ্কায় কয়েক সপ্তাহ ধরেই টানা বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভাকারীরা অর্থনীতি পরিচালনায় সরকারের অদক্ষতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে। অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতি দেখা দিয়েছে আর জ্বালানির অভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় দীর্ঘ সময় ধরে লোডশেডিং দিতে হচ্ছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রথম কোনো আন্দোলনকারী পুলিশের গুলিতে নিহত হলেন। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ১৫ জন পুলিশ কর্মীও আহত হন। তাদের আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের মুখপাত্র নালিন থালডুয়া জানান, বিক্ষোভকারীরা গুরুত্বপূর্ণ একটি রেললাইন কয়েক ঘণ্টা ধরে অবরোধ করে রাখার পর পুলিশ তাদের সরে যেতে বলে আর এ থেকেই গণ্ডগোল শুরু হয়। পাথর ও অন্যান্য বস্তু ছুড়তে থাকা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ প্রথমে কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে, এতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় পরে গুলি চালায় তারা।