শ্রীলঙ্কায় মন্ত্রী-এমপিসহ ২২ জনকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৮, ২০২২, ০৪:২৬ এএম

শ্রীলঙ্কায় মন্ত্রী-এমপিসহ ২২ জনকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ

শ্রীলঙ্কায় গত ৯ মে শান্তিপূর্ণ সমাবেশ চলাকালে বিক্ষোভকারীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক মন্ত্রী  জনস্টোন ফার্নান্দো ও ডিআইজি দেশাবান্দু তেন্নাকুনসহ ২২ জনকে দ্রুত গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন দেশটির পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)।

স্থানীয় সময় মঙ্গলবার শ্রীলঙ্কান অ্যাটর্নি জেনারেলের নির্দেশনা মোতাবেক এসব অভিযুক্তকে গ্রেপ্তার করতে সিআইডি’কে নির্দেশ দিয়েছেন তিনি। খবর ডেইলি মিররের।

এরই মধ্যে সাবেক প্রতিমন্ত্রী সনথ নিশানথা ও সংসদ সদস্য মিলান জয়াথিলেকেকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের খবরে বেলা হয়েছে।

এর আগে, শ্রীলঙ্কার অ্যাটর্নি জেনারেল ওই সমাবেশে বিক্ষোভকারীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সংসদ সদস্য জনস্টন ফার্নান্দো, সানাৎ নিশান্থা, সঞ্জীবা এদিরিমান্নে, মিলান জয়তিলাকেসহ ২২ জনকে গ্রেপ্তার করতে গতকাল সোমবার আইজিপি ও সিনিয়র ডিআইজি’কে নির্দেশনা দেন।

এদিকে, দলীয় নেতাদের অনুরোধের পর শ্রীলঙ্কার সব সংসদ সদস্য ও তাদের বাসভবনগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। লঙ্কান স্পিকার মাহিন্দা ইয়াপা আবেয়াবর্ধনে মঙ্গলবার পার্লামেন্টে এ তথ্য জানিয়েছেন।

Link copied!