ষড়যন্ত্রের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়েছি প্রমাণ হলে এক সেকেন্ডও থাকব না: শাহবাজ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১১, ২০২২, ০৮:৫৩ পিএম

ষড়যন্ত্রের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়েছি প্রমাণ হলে এক সেকেন্ডও থাকব না: শাহবাজ

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ শরিফ। নির্বাচিত হওয়ার পর জাতীয় পরিষদে বক্তব্য দেন। এসময় তিনি বলেন, “যদি প্রমাণ হয় ষড়যন্ত্রের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়েছি তাহলে এরপর আর এক সেকেন্ডও প্রধানমন্ত্রী থাকব না।”

সোমবার ডন নিউজ এ তথ্য জানিয়েছে।

শাহবাজ বলেন,  “ইমরান খান বলেছে তার বিরুদ্ধে ৭ মার্চ অনাস্থা প্রস্তাব করার আগেই তিনি তার বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্রমূলক চিঠি পেয়েছেন। কিন্তু সত্য হলো আমি মার্চের শুরু থেকেই আসিফ আলী জারদারি ও বিলওয়াল ভুট্টোর সঙ্গে অনাস্থার বিষয়টি নিয়ে আলোচনা করেছি।”

তিনি জানান, ইমরান খান ও বিরোধী দল যে ষড়যন্ত্রের চিঠির কথা বলছে সেটি তারা পরীক্ষা-নিরীক্ষা করবেন।

নয়া পাক প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের ইতিহাসে এটি একটি বড় দিন। এবারই প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রীকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছে।

শাহবাজ জানান, তিনি ভারতের সঙ্গে সুসম্পর্ক চান।

তিনি বলেন, “কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া ভারতের সঙ্গে সুসম্পর্ক হতে পারে না। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এটাই পরামর্শ দেব যে, উভয় দিকেই দারিদ্র্য রয়েছে। আমি মোদিকে আহ্বান জানাই যে, জম্মু-কাশ্মীর সমস্যার সমাধান করুন এবং তারপরে একসঙ্গে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করুন।”

Link copied!