জানুয়ারি ২৫, ২০২৩, ০৮:৪৭ পিএম
সমকামিতাকে যে আইনে অপরাধ বা অন্যায় বলে আখ্যা দেওয়া হয়েছে সেই আইনের সমালোচনা করে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেছেন, ঈশ্বর তার সন্তানদের ভালবাসেন ও সমা্ন চোখে দেখেন। শুধু তাই নয়, ক্যাথলিক বিশপদের মধ্যে যারা ওই আইন সমর্থন করেন তাদেরকেও সমকামি সম্প্রদায়ের লোকজনকে চার্চে স্বাগত জানানোর আহবানও জানিয়েছেন তিনি।
গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাতকারে পোপ ফ্রান্সিস এসব কথা বলেন। বুধবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান এই ধর্মগুরু বলেন, “সমকামী হওয়া কোনো অপরাধ নয়।”
সমকামিতাকে যে আইনে অপরাধ বা অন্যায় বলে আখ্যা দেওয়া বিশ্বের কিছু অঞ্চলে কতিপয় ক্যাথলিক বিশপ এ ধরণের আইনকে সমর্থন করছেন বলে স্বীকার করেন পোপ ফ্রান্সিস। বিশপদের ওই আইনের প্রতি সমর্থন করা এবং সমকামীদের প্রতি বৈষম্য দেখানোকে পোপ ফ্রান্সিস ‘পাপ’ মনে করেন। এর পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন, “আমরা সবাই ঈশ্বরের সন্তান। আর ঈশ্বর তার সন্তানদের ভালবাসেন এবং সমান চোখে দেখেন।”