প্রবল জনবিক্ষোভের মুখে সরকারি বাসভবন থেকে পালিয়ে শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে নৌবাহিনীর একটি জাহাজে সমুদ্রে আত্মগোপন করেছেন বলে খবর বেরিয়েছে। ওই জাহাজটি বর্তমানে দেশটির সমুদ্রসীমার ভেতরে কোনো একটি এলাকায় রয়েছে।
শ্রীলংকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
শ্রীলংকার প্রেসিডেন্ট সামরিক বাহিনীর সদরদপ্তরে আশ্রয় নিয়েছেন-প্রথমদিকে এমন খবর পাওয়া যায়। পরে প্রতিরক্ষা বাহিনীর সূত্রের কাছ থেকে তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় বিবিসি।
প্রবল জনবিক্ষোভের মুখে শ্রীলংকার প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসে আগামী ১৩ জুলাই পদত্যাগ করার ঘোষণা দেন। নিজের মুখে ঘোষণা না দিলেও প্রেসিডেন্টের পদত্যাগ করার বিষয়টি দেশটির পার্লামেন্টের স্পিকার জানিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রীর অফিস থেকেও এমন তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, চলতি বছর মার্চ থেকে অর্থনৈতিক সঙ্কটে বিপর্যস্ত শ্রীলংকায় সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীরা প্রথম থেকেই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এবং তার বড় ভাই ও সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের দাবি করে আসছিলেন। গত মে মাসে মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগে বাধ্য হলেও গোতাবায়া এতদিন নিজের পদে অনড় ছিলেন।
এদিকে, বিক্ষোভকারীরা আবারও জানিয়েছেন, তারা এই পদত্যাগের ঘোষণার বাস্তবায়ন দেখতে চান। বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছেড়ে যাবেন না বলেও বিক্ষোভকারীরা জানায়।