পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরপরই সরকারি চাকরিজীবীদের ন্যূনতম বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন মুসলিম লীগ (নওয়াজ) নেতা শাহবাজ শরিফ। পার্লামেন্টে রাখা প্রথম ভাষণে সরকারি চাকরিজীবীদের ন্যূনতম বেতন ২৫ হাজার রুপি করার ঘোষণা দিয়েছেন তিনি। যা পহেলা এপ্রিল থেকে কার্যকর বলে ধরা হবে।
জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সদস্যরা পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদ থেকে পদত্যাগ ও ভোট বর্জনের পর ১৭৪ জন আইনপ্রণেতার ভোটে পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) প্রেসিডেন্ট শাহবাজ শরিফ আজ সোমবার দেশটির ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।
এর আগে, পিটিআই-এর সদস্যরা শাহ মাহমুদ কুরেশির সঙ্গে অধিবেশন বর্জন করে। কুরেশি ছিলেন, পিটিআই-এর প্রার্থী।
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে শাহবাজ বলেন, “পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সফল হয়েছে। 'এবং খারাপের সঙ্গে লড়াইয়ে ভালোর জয় হয়েছে।”