অক্টোবর ১৮, ২০২১, ০৯:৩৯ পিএম
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পরিচিত কলিন পাওয়েল মারা গেছেন। স্থানীয় সময় সোমবার (১৮ অক্টোবর) পাওয়েলের পরিবারের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। করোনাভাইরাস পরবর্তী জটিলতায় ৮৪ বছর বয়সে তিনি মারা যান। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
পাওয়েলের পরিবারের দেওয়া বিবৃতিতে বলা হয়, কলিন পাওয়েল করোনাভাইরাস প্রতিরোধী টিকার ডোজ সম্পন্ন করেছিলেন। কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়ে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি হয়ে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি।
প্রসঙ্গত, ২০০১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের শাসনামলে তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি শীর্ষ সেনা কর্মকর্তা, কূটনীতিক, প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টাসহ বিভিন্ন পদে কাজ করেছেন।
বিশ শতকের শেষ এবং একুশ শতকের প্রথম দিকে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সরকারের পররাষ্ট্রনীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কলিন পাওয়েল। ২০০৩ সালে জাতিসংঘে দেওয়া ভাষণে তিনি ইরাকের বিরুদ্ধে পারামাণবিক ও রাসায়নিক অস্ত্রের মজুদ থাকার অভিযোগ আনেন। তার ওই ভাষণের মধ্য দিয়েই মূলত ইরাকযুদ্ধের পথ উন্মুক্ত হয়েছিল বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের মত।