সিংহাসনে রানি দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছর পূর্তি উৎসব

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৩, ২০২২, ০২:৪৭ এএম

সিংহাসনে রানি দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছর পূর্তি উৎসব

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহনের ৭০ বছর পূর্তি উদযাপন শুরু হয়েছে। ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি পিতা রাজা ষষ্ঠ জর্জ মারা গেলে সিংহাসনে আরোহন করেন রানী দ্বিতীয় এলিজাবেথ। পরের বছর ২ জুন তার রাজ্যাভিষেক হয়। রানীর সিংহাসনে রাজ্যভিষেকের ৭০ বছর পূর্তি নানা  আয়োজনে উদযাপন করছে ব্রিটেনবাসী। রানী দ্বিতীয় এলিজাবেথই একমাত্র মোনার্ক যিনি বাংলাদেশসহ ভ্রমন করেছেন বিশ্বের ১০০ টি দেশে। রানী দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহণের ৭০ বছর পূর্তি উদযাপন করতে ৪ জুন আবারও ব্রিটেনবাসী জড়ো হবেন বাকিংহ্যাম প্যালেসের সামনে।

ব্রিটেনের ইতিহাসে রানী দ্বিতীয় এলিজাবেথই দীর্ঘ সময় দায়িত্ব পালন করছেন। যিনি কমনওয়েলথভুক্ত দেশগুলোতে ভ্রমন করেছেন ১৫০ বার। ভ্রমন করেছেন বিশ্বের একশ’র বেশি দেশে।  

নতুন রানী নিয়ে ভিডিও প্রতিবেদন দেখতে নিচে ক্লিক করুণ-

https://fb.watch/doAHzXZha8/

 

 

Link copied!