মিয়ানমারের গণতন্ত্রকামী নেতা অং সান সু চির আরেক ঘনিষ্ট সহযোগী কিয়াও টিন্ট সোয়েসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় বুধবার রাতে সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) পেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।সোয়ে সু চির দল এনএলডি সরকারের গুরুত্বপূর্ণ এক মন্ত্রীর দায়িত্ব পালন করেন ।
এনএলডির তথ্য বিভাগের সদস্য কিও টো ওই পোস্টে জানান,`বুধবার রাতে বাড়ি থেকে কিয়াও টিন্ট সোয়ে ও এনএলডির অন্য ৪ সদস্যদের পুলিশ তুলে নিয়ে যায় ।'
এনএলডির সদস্য, শিক্ষক ও সাধারণ নাগরিক মিলে সর্বমোট ২২০ জনকে আটক করেছে জান্তা সরকার। ২০ জনকে আটকের পর মুক্তি দেওয়া হলেও ২০০ জনই এখনো জান্তা সরকারের কাছে বন্দী।
তথ্যসূত্র: আল-জাজিরা