সু চির বিরুদ্ধে অবৈধ ওয়াকিটকি আমদানির অভিযোগ!

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৪, ২০২১, ০১:০৫ এএম

সু চির বিরুদ্ধে অবৈধ ওয়াকিটকি আমদানির অভিযোগ!

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির বিরুদ্ধে অবৈধভাবে যোগাযোগ সরঞ্জাম আমদানি এবং ব্যবহারের অভিযোগে মামলা করল মিয়ানমার পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাকে আটক রাখা হবে বলেও জানিয়েছে তারা। পুলিশের নথির বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স।

৭৫ বছর বয়সী সু চির বিরুদ্ধে বিস্তারিত অভিযোগ আদালতে পাঠিয়েছে পুলিশ। আরজিতে বলা হয়, রাজধানী নেপিদোতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। যা অবৈধভাবে আমদানি এবং অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে।

সাক্ষী এবং অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ, আরও তথ্য প্রমাণ সংগ্রহ এবং দায়ীদের বিরুদ্ধে বব্যস্থা গ্রহণে সু চিকে আটক রাখার জন্য বুধবার আদালতে আবেদন জানানো হয়। আলাদা একটি নথিতে দেখা যায়, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধে জরুরি ব্যবস্থাপনা আইন ভঙ্গের অভিযোগে পুলিশ মামলা করেছে। রয়টার্স জানিয়েছে, বার্তাসংস্থা পুলিশ, সরকার এবং আদালতের সংশ্লিষ্টদের মন্তব্য নেওয়ার চেষ্টা করেছে। তবে এ বিষয়ে কারো মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সোমবার (০১ ফেব্রুয়ারি) নোবেলজয়ী সু চিকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনী। আবরও বন্ধ হয়ে যায় দেশটির গণতন্ত্রের পথের যাত্রা। সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশগুলো।

 ছবি: ইন্টারনেট

 

Link copied!