সামরিক অভ্যুত্থানের দাবিতে বিক্ষোভে নেমেছে সুদানের হাজার হাজার মানুষ। শনিবার (১৬ অক্টোবর) রাজধানী খার্তুমের প্রেসিডেন্ট প্রাসাদের সামনে জড়ো হয়ে দেশটির সামরিক বাহিনীকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণের আহ্বান জানিয়েছেন কয়েক হাজার বিক্ষোভকারী।
এদিন বিক্ষোভকারীরা ‘ভুখা সরকারের পতনের’ দাবিতে স্লোগান দেয় এবং সশস্ত্র বাহিনী ও সুদানের যৌথ সামরিক-বেসামরিক সার্বভৌম পরিষদের প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ অল-বুরহানকে অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে আহ্বান জানায়।
এক বিক্ষোভকারী বলেন, ‘আমরা সামরিক সরকার চাই, বর্তমান সরকার বিচার ও সমতা আনতে পুরোপুরি ব্যর্থ’। অন্য সময় বিক্ষোভকারীরা না পারলেও, সেই দিন সহজেই সুদানের প্রেসিডেন্ট প্রাসাদের ফটকগুলোর কাছে চলে যেতে সক্ষম হন; শনিবারের বিক্ষোভের সময় পুলিশের উপস্থিতিও কম দেখা গেছে।
২০১৯ সালে প্রবল আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির। এরপর আলোচনার মাধ্যমে ক্ষমতা ভাগাভাগি করে দেশ পরিচালনার দায়িত্ব নেয় সেনাবাহিনী ও বেসামরিক দল। কিন্তু এতে দেশটির অর্থনৈতিক, রাজনৈতিক এবং খাদ্য সংকট আরও বেড়েছে। এ অব্স্থায় রাজপথে নেমেছে জনগণ।
সূত্র: বিবিসি।