সেভেরোদোনেৎস্কর পৌঁছেছে রুশ বাহিনী, ৭০ শতাংশ দখল

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২, ২০২২, ০১:১০ পিএম

সেভেরোদোনেৎস্কর পৌঁছেছে রুশ বাহিনী, ৭০ শতাংশ দখল

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাসের সেভেরোদোনেৎস্ক শহরের কেন্দ্রে পৌঁছেছে রাশিয়ার সামরিক বাহিনী। তারা সেভেরোদোনেৎস্ক শহরের ৭০ শতাংশ নিয়ন্ত্রণে নিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

কয়েকদিন ধরে নগরীটির আশপাশে তীব্র লড়াইয়ের পর বুধবার রাশিয়ার সেনারা শহরের রাস্তাগুলো ধরে কেন্দ্রস্থলের দিকে এগোতে শুরু করে।

ইউক্রেইনের সামরিক মুখপাত্র অলেকজান্দার মোতুজেনিক এক ব্রিফিংয়ে বলেন, “শত্রুরা সেভেরোদোনেৎস্কর কেন্দ্রস্থলে প্রবেশ করে অবস্থান নেওয়ার চেষ্টা করছে।”

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সেভেরোদোনেৎস্ক শহরের চারপাশে কয়েক দিনের প্রচণ্ড লড়াইয়ের পর বুধবার শহরের কেন্দ্রস্থলে প্রবেশ করেছেন রাশিয়ার সেনারা। ইউক্রেন বলছে, শহরের প্রায় ৭০ শতাংশ বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ এই শিল্পনগরীর বেশিরভাগই রুশ বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়া যদি সিভারস্কি দোনেৎস নদীর পশ্চিম তীরে অবস্থিত এই শহরটি এবং এর পার্শ্ববর্তী ছোট শহর লিসিচানস্ক দখল করে নেয়, তবে মস্কো লুহানস্কের পুরোটাই দখল করতে সক্ষম হবে। মূলত লুহানস্ক হচ্ছে দোনবাসের দুটি প্রদেশের একটি, যা রাশিয়া বিচ্ছিন্নতাবাদীদের রক্ষার নামে দখলের জন্য হামলা চালাচ্ছে।

Link copied!