সৌদি তেল ডিপোতে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৬, ২০২২, ০৫:১২ পিএম

সৌদি তেল ডিপোতে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েনের হুতি বিদ্রোহীরা এবার সৌদি আরবের জেদ্দা শহরে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি তেলের ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের লেলিহান শিখায় আর কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো জেদ্দা শহরের আকাশ।

স্থানীয় সময় শুক্রবার বিকেলে জেদ্দার বুরাইমান এলাকায় এ হামলায় এখনও কোনো হতাহতের খবর যাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যভিত্তিক সংআরব নিউজের  

মার্কিন গণমাধ্যম সিএনবিসি’র খবরে বলা হয়, হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার পর ব্রেন্ট ক্রুড ১.২০ ডলার বা ০.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ১১৯.৯২ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ১.০৪ ডলার বা ০.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ১১৩.৩৪ ডলারে দাঁড়িয়েছে।

সৌদি তেলের ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, “এই ধরনের হামলা দেশটির বেসামরিক লোকদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে। তাই এটা অবশ্যই বন্ধ করতে হবে।”

Link copied!