সৌদির বিমানবন্দরে ড্রোন হামলা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২১, ০৮:১৬ পিএম

সৌদির বিমানবন্দরে ড্রোন হামলা

সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করেছে, সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমানে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। সেসময় বিমানবন্দর থাকা একটি বেসামরিক উড়োজাহাজে অগ্নিকাণ্ড ঘটে।

সৌদির আভা বিমান বন্দরটি ইয়েমেনের সীমান্ত থেকে মাত্র ১২০ কিমি দূরে অবস্থিত। ওই হামলায় বিদ্রোহীরা ড্রোন ব্যবহার করেছে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।

বুধবার সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন আল এখবারিয়া-তে জোটের বরাত দিয়ে এ হামলার তথ্য জানানো হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের বিবৃতিতে বলা হয়, ‘আভা বিমানবন্দরকে লক্ষ্য করে হামলার চেষ্টা করে তারা যুদ্ধাপরাধ করেছে। বেসামরিক যাত্রীদের জীবনকে বিপদে ফেলেছে।' বিবৃতিতে আরও বলা হয়, `হামলার সময় বিমানটি মাটিতে থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।'

আল জাজিজার সংবাদে জানানো হয়, হামলার ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে। তবে হুতিদের মিডিয়ায় এ বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

Link copied!