সৌদির ‘মুকুটবিহীন সম্রাট’-এমবিএস

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৮, ২০২১, ০৮:১৯ পিএম

সৌদির ‘মুকুটবিহীন সম্রাট’-এমবিএস

মুহাম্মদ বিন সালমান। যাকে অনেকে সংক্ষেপে ডাকেন এমবিএস নামে। সৌদি আরবের অলিখিত এবং মুকুটবিহীন সম্রাট এখন তিনিই। বাবা সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ শারীরিক ভারে ন্যুব্জ হয়ে পড়ায় সৌদি আরবের শাসনভার চলছে যুবরাজ মুহাম্মদ বিন সালমানের কাঁধে ভর করে।

বাদশাহ সালমান বিন আব্দুল আজিজে বয়স ৮৫ পেরিয়েছে। শরীর-স্বাস্থ্যও বিশেষ ভাল নয়। তাই রাজপাট ধীরে ধীরে নিজের কাঁধেই তুলে নিচ্ছেন যুবরাজ মুহাম্মদ বিন সালমান।

মাথায় আনুষ্ঠানিক ভাবে রাজমুকুটটি না ওঠলেও তা হতে আর বেশি দেরি নেই বলেই বিশ্বাস কূটনীতিকদের। একের পর এক গুরুত্বপূর্ণ মঞ্চে সৌদির বর্তমান রাজা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের লাগাতার অনুপস্থিতি সে দিকেই ইঙ্গিত দিচ্ছে বলেই দাবি তাদের।

২০২০ সালের গোড়া থেকেই বিদেশী বিশিষ্টজনদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো থেকে শুরু বিভিন্ন শীর্ষ বৈঠকে সৌদির প্রধান প্রতিনিধি হিসেবে দেখা যাচ্ছে যুবরাজ সালমানকেই। যা আদতে করার কথা দেশের রাজার, যুবরাজের নয়। অন্য দিকে, রাজা জনসমক্ষে আসা প্রায় বন্ধই করে দিয়েছেন। এমনকি প্রেসিডেন্সিয়াল পর্যায়ের বৈঠকেও কর্তৃত্ব করছেন যুবরাজই!

তবে সম্প্রতি দাগ কেটেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাঁক্রনে সঙ্গে সালমানের সাক্ষাৎ। এমনকি গত মঙ্গলবার (১৪ ডিসেম্বর) উপসাগরীয় সহযোগী সংগঠনের শীর্ষ বৈঠকেও নেতৃত্ব করেন যুবরাজ সলমনই।

নাম না প্রকাশের শর্তে সৌদি প্রশাসনের এক কূটনীতিকের বলেছেন, ‘‘প্রবীণ রাজা এখন শাসনকার্যের বাইরে... যুবরাজ সালমান এখন আর হবু রাজা নন, প্রাসাদের অন্দরে তিনিই এখন আসল রাজা।’’

আরেক সৌদি বিশ্লেষকে কথায়, ‘রাজপরিবারের ভিতরে বা বাইরে যুবরাজ সালমানের বিরোধিতা করার মতো উল্লেখযোগ্য কেউ নেই। প্রতিপক্ষদের তিনি এক এক করে সরিয়ে দিয়েছেন। দিনদিন যুবরাজ সালমানের ক্ষমতা আর প্রতিপত্তি দুইই বাড়ছে। ফলে এখন অপেক্ষা শুধু রাজা হিসেবে তার আনুষ্ঠানিক অভিষেকের।

Link copied!