পশ্চিমবঙ্গের সিনেমা জগতের পরিচিত মুখ সায়নী ঘোষ বলেছেন, স্কুলে যৌন শিক্ষা প্রদান করতে হবে। পশ্চিমবঙ্গের সংবাদপত্র আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এই কথা বলেন।
সায়নী কেবল সিনে পাড়া নয় সরব রাজনীতিতে ও বিভিন্ন সংস্কার কাজেও। সম্প্রতি তিনি বলেছেন, মানুষের জীবনে যৌনতা খুব স্বাভাবিক বিষয়। আর এই বোধটা ছড়িয়ে দিতে জন্য স্কুলে সেক্স এডুকেশন দরকার।
পশ্চিমবঙ্গের ওয়েব সিরিজগুলোতে নিয়মিত অভিনয় করা এই অভিনেত্রী সম্প্রতি আনন্দবাজার পত্রিকাকে একটি সাক্ষাতকার দিয়েছেন তিনি। খোলামেলা আলোচনা করেছেন অনেক কিছুই।
সায়নীকে জিজ্ঞেস করা হয়েছিল, সেন্সর নেই বলেই ওয়েব সিরিজের জনপ্রিয়তা বাড়ছ কি না। এর জবাবে, সায়নী বলেন, ওয়েব সিরিজে হাত খুলে কাজ করা যায় এটা ঠিক তবে ন্যুডিটি এবং যৌনতা দেখালেই যে দর্শক সেটার দিকেই ছুটবে বিষয়টা এমন নয়। কোনও গল্প নেই, ন্যুডিটি দেখালেই হবে এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। এক্ষেত্রে দরকার হলে ছুরি কাঁচি চালানো হোক একটু। হইচই সিরিজে খুব ইন্টারেস্টিং কাজ হচ্ছে। সেখানে গল্পের টানে মানুষ আসছে। এমন অনেক ছবিও আছে যা কোটি টাকার ব্যবসা করেছে সেখানে বিন্দুমাত্র ন্যুডিটি নেই।
সায়নী আরো বলেন, ‘আমরা ন্যুডিটি এবং যৌনতা নিয়ে এখনও অনেক অন্ধকারে পড়ে আছি। গোটা ভারতবর্ষে যৌনতা নিয়ে অশিক্ষা রয়েছে। ন্যুডিটি দেখে টিআরপি বাড়ছে এটা দুঃখজনক। মানুষ নিজেকে এন্টারটেইন করার জন্য এমন মাধ্যম বেছে নিচ্ছে যেটা সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়’।