হাইতিতে ২ সাংবাদিককে পুড়িয়ে হত্যা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৭, ২০২২, ০৯:০৮ পিএম

হাইতিতে ২ সাংবাদিককে পুড়িয়ে হত্যা

হাইতির রাজধানী পোর্ট ও প্রিন্সের শহরতলীতে এক সন্ত্রাসী গ্যাং লিডারের সাক্ষাৎকার নিতে গিয়ে মন্ট্রিয়লভিত্তিক রেডিও ইকাউতের সাংবাদিক আমাদি জন ওয়েসলি ও স্থানীয় সাংবাদিক উইলগুয়েনস লুসান্ত নিহত হয়েছেন। তাদের জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।

বৃহস্পতিবার টি ম্যাকাক গ্যাং ওই বর্বরোচিত হত্যাকাণ্ড চালায় বলে কয়েকটি সূত্র নিশ্চিত করেছে।

এদিকে, সাংবাদিকদের ওই দলে থাকা তৃতীয় এক জন ওই আক্রমণ থেকে বেঁচে গেছেন বলে জানিয়েছে পুলিশ। দুই সাংবাদিক যে এলাকায় মারা গেছেন তার নিয়ন্ত্রণ নিয়ে একাধিক গ্যাংয়ের মধ্যে লড়াই চলছে।

এর আগে, ২০২১ সালের জুলাইয়ে এক সন্ত্রাসী হামলায় নিজ বাসভবনে খুন হয়েছিলেন হাইতির প্রেসিডেন্ট মোসে।

Link copied!