হাইতিতে একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। বুধবার দেশটির রাজধানী পোর্ট-অব-প্রিন্সের ব্যস্ত একটি সড়কে বিমানটি আঁছড়ে পড়লে প্রাণহানির এই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার ক্যারিবীয় দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হাইতির রাজধানী থেকে জ্যাকমেলের উদ্দেশে বুধবার বিকেলে বিমানটি উড্ডয়ন করে। পরে মাঝ আকাশে বিমানটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। ত্রুটি দেখা দিলে বিপদ সতর্কতা পাঠানোর একপর্যায়ে সেটি বিধ্বস্ত হয়।
এদিকে টুইটারে দেওয়া এক বার্তায় হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন। এই বার্তায় তিনি অবশ্য বিমান বিধ্বস্তের ঘটনায় আহত বা নিহতের কোনো নির্দিষ্ট তথ্য উল্লেখ করেননি।