হামলার স্থান থেকে ফের লংমার্চ করার ঘোষণা দিলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ৭, ২০২২, ০২:০৭ পিএম

হামলার স্থান থেকে ফের লংমার্চ করার ঘোষণা দিলেন ইমরান খান

যে ওয়াজিরাবাদ শহরে গুলিবিদ্ধ হয়েছিলেন, সেখান থেকেই ফের লংমার্চ শুরুর ঘোষণা দিয়েছেন পাকিস্তানের বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। রবিবার লাহোরের শওকত খানম হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তিনি।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি ওয়াজিরাবাদের যেখানে আমাকে এবং আরও ১১ জনকে গুলি করা হয়েছিল এবং মোয়াজ্জামকে হত্যা করা হয়েছে, একই স্থান থেকে মঙ্গলবার আমাদের লংমার্চ পুনরায় শুরু হবে।’

ইমরান বলেন, ‘আমি এখান থেকে (লাহোরে) লংমার্চে ভাষণ দেব এবং আমাদের পদযাত্রা আগামী ১০ থেকে ১৪ দিনের মধ্যে রাওয়ালপিন্ডিতে পৌঁছবে।’

পিটিআই প্রধান জানিয়েছেন, লংমার্চ রাওয়ালপিন্ডিতে পৌঁছলে তিনি তাতে যোগ দেবেন এবং এর নেতৃত্ব দেবেন।

গুলিবিদ্ধ হওয়ার একদিন পর পিটিআই প্রধান জানান, তিনি আগে থেকেই তাকে হত্যাচেষ্টার ব্যাপারে জানতেন। ইমরান বলেন, সমাবেশ শুরুর একদিন আগেই আমি জানতাম ওয়াজিরাবাদ বা গুজরাটের মধ্যে আমায় হত্যার পরিকল্পনা হয়েছে।

এই হামলার পেছনে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও এক শীর্ষ সামরিক কর্মকর্তা জড়িত আছে বলে সন্দেহের কথা জানান।

Link copied!