হামাসের রকেট বৃষ্টিতে তেলআবিবে ব্যাপক ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক

মে ১২, ২০২১, ০৭:২৩ পিএম

হামাসের রকেট বৃষ্টিতে তেলআবিবে ব্যাপক ক্ষয়ক্ষতি

সোমবারে (১০ মে) থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল সেনাবাহিনীর বিমান হামলার জবাবে হামাস যোদ্ধারা তেলআবিব লক্ষ্য করে রকেট বৃষ্টি চালিয়েছে। এতে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। মঙ্গলবার (১১ মে) ভোর থেকে চালানো রকেট হামলায় চারজনের মৃত্যু ও ৭০ জন আহত হয়েছে বলে নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বুধবার ভোরের দিকে গাজা থেকে তেলআবিব লক্ষ্য করে দুই শতাধিক রকেট নিক্ষেপ করা হয়।ইসরাইলের এত গভীরে এত বিপুল সংখ্যক রকেট নিক্ষেপের ঘটনা এই প্রথম বলে রয়টার্সের খবরে বলা হয়।

ইসরায়েলের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, সোমবার (১০ মে) রাত থেকে বুধবার এ পর্যন্ত গাজা থেকে ইসরায়েলে কমপক্ষে ৪০০ রকেট নিক্ষেপ করা হয়েছে। এসব রকেট হামলায় অন্তত চার ইসরাইলি নিহত ও শতাধিক লোক আহত হয়েছেন।

তবে ২৬৭ টি রকেট নিক্ষেপ করার কথা স্বীকার করেছে হামাস কর্তৃপক্ষ। হামাস যোদ্ধারা মঙ্গলবার (১১ মে) রাত থেকে রকেট বৃষ্টি শুরু করলে পুরো তেলআবিব নগরী ও এর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাইরেনের বিকট শব্দে জনগন এদিক ওদিক ছোটাছুটি করে ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রগুলোতে প্রবেশ করে।

এদিকে, তেলআবিবে রকেট বৃস্টির পর হামাস এক বিবৃতিতে জানায়, আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করেছি, গাজার আবাসিক এলাকায় শত্রুর হামলার জবাবে আমরা তেল আবিব ও এর আশপাশে ১৩০টি রকেট দিয়ে এ যাবতকালের মতো বৃহত্তম হামলা চালিয়েছি।

মাত্র ৫ মিনিটে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় আশকেলন শহর ও বন্দরনগরী এশদুদে ১৩৭টি রকেট নিক্ষেপ করা হয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

Link copied!