হারাম শরীফে ফের সামাজিক দূরত্ব বিধি চালু

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩১, ২০২১, ০৬:২১ এএম

হারাম শরীফে ফের সামাজিক দূরত্ব বিধি চালু

সৌদি আরবে করোনা সংক্রমণ আবারও বৃদ্ধি পাওয়ায় মুসলমানদের পবিত্র স্থান মক্কার মসজিদুল হারামে মুসল্লিদের ফের মানতে হবে সামাজিক দূরত্ব বিধি। সৌদি সরকারের পক্ষ থেকে এই নির্দেশনা জানানো হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম সৌদি গেজেটের খবরে বলা হয়, বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) পবিত্র দুই মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি মক্কার গ্র্যান্ড মসজিদে সামাজিক দূরত্বের স্টিকারগুলো পুনরায় বিতরণ করেছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, শ্রমিকেরা কাবার চারপাশে সামাজিক দূরত্বের জন্য মেঝেতে দেওয়া চিহ্নগুলো ফিরিয়ে এনেছে। এই চিহ্নগুলো করোনার সংক্রমণ কমায় গত ১৭ অক্টোবর মুছে ফেলা হয়েছিল।

সৌদি কর্তৃপক্ষ জানায়, মুসল্লিদের সামাজিক দূরত্ব বিধি আবার মেনে চলতে হবে। তবে নির্দিষ্ট কোনো ধারণক্ষমতার কথা সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়নি।

এর আগে সৌদি সরকার জানায়, ঘরের ভেতর ও বাইরে যে কোনো জাগায় জনগণকে মাস্ক পরতে হবে ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।

সৌদি আরবে এখন পর্যন্ত পাঁচ লাখ ৫৪ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন আট হাজার ৮৭৪ জন।

Link copied!