পায়ে আঘাত পাওয়ার পর প্রথমবারের মতো জনসম্মুখে আসতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমুল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়। দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, রবিবার (১৪ মার্চ) দুপুরে হুইল চেয়ারে করেই নন্দীগ্রামের রোড শোতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মমতা। তবে দলীয় ইশতেহার প্রকাশ করা হবে আগামী ১৭ মার্চ।
নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর পরই জেলা সফর শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৭ মার্চ তিনি একটি রোড শো করেন শিলিগুড়িতে। কলকাতায় ফিরে ৮ মার্চ তিনি নারী দিবস উপলক্ষে আয়োজিত মিছিলে যোগ দেন। ৯ মার্চ তিনি নন্দীগ্রামে যান। ১০ মার্চ নন্দীগ্রামে আহত হন তিনি
চিকিৎসকরা তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিলেও তিনি রাজি নন। তাই আজ থেকেই তিনি প্রচারণায় নেমে পড়েছেন। রবিবার তাই সকলের চোখ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই। গান্ধীমূর্তি থেকে হাজরা অবধি তৃণমূল কংগ্রেসের একটি মিছিল রয়েছে। প্রথমে ঠিক করা হয়েছিল মিছিলে নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হয় মিছিলের শেষে হাজরায় থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবশেষে সিদ্ধান্ত নেওয়া হয়, পুরো মিছিলেই থাকবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৫ কিমি রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় হুইল চেয়ারে করেই সফর করবেন। মিছিল শেষে তিনি রওনা হয়ে যাবেন দূর্গাপুরের উদ্দেশ্যে।
সোমবার সেখান থেকেই তিনি রওনা হবেন পুরুলিয়া। যেহেতু তার পায়ে আঘাত আছে তাই ছোট ছোট দূরত্বে তিনি সফর করতে চান আকাশপথে। সোমবার পুরুলিয়ায় দুটি জনসভা করবেন তিনি। মঙ্গলবার তিনি জনসভা করবেন বাঁকুড়ায়। বুধবার তিনি ঝাড়গ্রামে সভা করে কলকাতায় ফিরে ইশতেহার প্রকাশ করবেন। তারপর বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর ও শুক্রবার পূর্ব মেদিনীপুর সফর করবেন তিনি।
সূত্র:এনডিটিভি।