হেরাতে জুমার নামাজের আত্মঘাতী বোমার বিষ্ফোরণ, নিহত অন্তত ১৮ জন

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৩, ২০২২, ১২:৪৩ এএম

হেরাতে জুমার নামাজের আত্মঘাতী বোমার বিষ্ফোরণ, নিহত অন্তত ১৮ জন

আফগানিস্তানের একটি মসজিদে ভয়াবহ বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হওয়ার খবর মিলেছে। ওই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৩ জন। হেরাতের তালেবান প্রতিনিধির বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।

খবরে বলা হয়, দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে শুক্রবারের নামাজ চলাকালে মসজিদটিতে ওই বিস্ফোরণ ঘটে। এতে তালেবানপন্থী এক প্রভাবশালী ইসলামি চিন্তাবীদসহ মোট ১৮ বেসামরিক নিহত হন। বিস্ফোরণের পর ঘটনার ছবি সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে। এতে মসজিদের ভেতরে একাধিক মরদেহ দেখতে পাওয়া যায়। এখনও হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

হেরাত প্রদেশের গভর্নরের মুখপাত্র হামিদুল্লাহ মোতাওয়াকেল বলেন, বিস্ফোরণে ১৮ জন নিহত এবং ২৩ জন আহত হয়েছেন। শুক্রবারের নামাজ চলাকালীন গুজারগাহ মসজিদের মধ্যে এই বিস্ফোরণ হয়। এটি একটি আত্মঘাতী হামলা। ইসলামি চিন্তাবিদ মুজিব রহমান আনসারি এসময় মসজিদে ছিলেন।

তার হাত ধরে চুমু খাওয়ার সময় হামলাকারী বোমাটি বিস্ফোরণ ঘটায়। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুহাজিদ বলেন, ঘটনার সঙ্গে যুক্তদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। 
Link copied!