রাশিয়ার যাত্রীবাহী বিমান আরোহী নিয়ে নিখোঁজ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৬, ২০২১, ০১:৩৯ পিএম

রাশিয়ার যাত্রীবাহী বিমান আরোহী নিয়ে নিখোঁজ

রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান ২৮জন আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে। দেশটির জরুরি দুর্যোগ মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়, ৬ জুন ক্রু ও ২২ জন যাত্রী নিয়ে অ্যান্টোনভ এএন-২৬ মডেলের ওই বিমানটি কামচাটকা পেনিনসুলার ওপর দিয়ে উড্ডয়নের সময় এয়ার ট্রাফ্রিক কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিমানটির ভাগ্যে ‍কি ঘটেছে তা এখনো নিশ্চিত করতে পারেনি পুতিন প্রশাসন। তবে রাশিয়ান বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়, বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। ইন্টারফ্যাক্সের খবরে বলা হয়, পালানা শহরের নিকটবর্তী একটি কয়লা খনির কাছে বিমানটি ভুপাতিত হয়ে থাকতে পারে।

স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, ওই এলাকার আকাশ মেঘাচ্ছন্ন ছিল।ওই অঞ্চলে তল্লাশি চালাতে দু’টি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

বিমান রক্ষণাবেক্ষণ এবং সুরক্ষার মান নিয়ে শিথিলতার কারণে সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ায় বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটেছে। সর্বশেষ ২০১৯ সালের মে মাসে রাজধানী মস্কো বিমানবন্দরে একটি রুশ বিমান অবতরণ করার সময় আগুন ধরে গেলে ৪১ যাত্রীর মৃত্যু হয়।

 

Link copied!