৯/১১ এর ২০তম বার্ষিকীতে বাইডেনের ঐক্যর আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২১, ০৯:১১ পিএম

৯/১১ এর ২০তম বার্ষিকীতে বাইডেনের ঐক্যর আহ্বান

৯/১১ এ সন্ত্রাসী হামলার ২০ তম বার্ষিকীতে ভুক্তভোগীদের স্মরণ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় বাইডেন টুইন টাওয়ারে হামলার ঘটনায় নিহত ২৯৭৭ জনের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন।

এসময় বাইডেন বলেন, ‘আমরা প্রতিটি মিনিট, ঘন্টা, দিন, মাস, বছর ক্ষতিগ্রস্ত ও নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। এছাড়া হামলার পর তাৎক্ষণিক সাড়া দেয়া ইমার্জেন্সি কর্মীদের প্রতি তিনি কৃতজ্ঞ জ্ঞাপন করেন।’

শনিবারের এই স্মরণ সভায় প্রেসিডেন্ট আরও বলেন, কত সময় বয়ে গেল, সেটা বিষয় নয় । যদি আমরা কয়েক সেকেন্ড পূর্বে জানতে পারতাম তাহলে এই যন্ত্রণা পোহাতে হতো না।

এসময় বাইডেন স্বীকার করেন, মানবের প্রকৃতি হলো অন্ধকার। যুক্তরাষ্ট্রে এখনো মুসলমানদের বিরুদ্ধে ভয়, রাগ, সহিংসতা এবং আক্রমণ হচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্রকে বিশ্বে শক্তিশালী করতে হলে আমাদর অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। আমরা শিখেছি ঐক্য এমন একটি শক্তি যেটা কেউ কখনো ভাঙ্গতে পারে না।

সূত্র: ডেইলি মেইল।

Link copied!