 
						
                            
                                                        ভারতে শনিবার দেশব্যাপী আয়োজিত তিন ঘন্টার ‘চাক্কা জ্যাম’ কর্মসূচীর ৫০ জন সমর্থনকারীকে মধ্য দিল্লীর শহীদ কাদরি পার্কের পাশ থেকে আটক করে দিল্লী পুলিশ।
সরকারের বিতর্কিত তিন কৃষি আইন নিয়ে বেশ কয়েকমাস ধরে আন্দোলন করছে কৃষকেরা। কয়েক দফা কেন্দ্রীয় সরকারের সাথে বৈঠকে বসলেও কোনও সমাধান হয়নি। তাই কৃষকেরা দেশব্যাপী বিভিন্ন ধরণের কর্মসূচী পালন করছে।
এরই অংশ হিসাবে কিষাণ মোর্চা দেশব্যাপী রাস্তা দখল করে ‘চাক্কা জ্যাম’ কর্মসূচীর ঘোষণা করেন। তবে রাজধানী দিল্লী এর বাইরে ছিলো। কিষাণ মোর্চা বলেন, যারা জ্যামে আটকে থাকবে তাদের আমরা খাবার ও পানি দেবো। আমরা শুধু সাধারণ জনগনের সাথে কথা বলতে চাই। আমরা জানাতে চাই সরকার আমাদের সাথে কি করছে।
পুলিশ জানায়, নিরাপত্তাজণিত কারণে তাদেও আটক করা হয়েছে।খুব শীঘ্রই তাদেও ছেড়ে দেওয়া হবে।
তথ্যসূত্র: এনডিটিভি
 
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                    