‘জলবায়ু সম্মেলনে শি জিনপিংয়ের অনুপস্থিতি একটি বড় ভুল’

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ৩, ২০২১, ০৯:২৫ পিএম

‘জলবায়ু সম্মেলনে শি জিনপিংয়ের অনুপস্থিতি একটি বড় ভুল’

স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অনুপস্থিতি একটি বড় ভুল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২ নভেম্বর) রাতে এক ভাষণে চীনের প্রেসিডেন্ট  শি জিনপিংয়ের সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। ওই ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও সমালোচনা করেন তিনি।বুধবার (৩ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

কপ২৬ সম্মেলনে অংশ না নেওয়ায় রুশ প্রেসিডেন্ট পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে খোঁচা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘জলবায়ু পরিবর্তন বিশাল একটি ইস্যু এবং চীন তা এড়িয়ে গেল। অংশ নেয়নি চীন। রাশিয়া ও পুতিনও একই কাজ করেছেন।’

স্কটল্যান্ডে চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কেউই অংশগ্রহণ করেননি।  তবে দেশ দুটি  আলোচনায় অংশ নিতে তাদের প্রতিনিধিদল পাঠিয়েছে।

বিশ্বের  দেশগুলোর মধ্যে চীন সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে থাকে।  এই তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে দ্বিতীয় স্থানে। আর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে রয়েছে যথাক্রমে ইউরোপয়ি ইউনিয়ন, ভারত ও রাশিয়া।

ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বিশ্বের মোড়ল হিসেবে চীন নতুন ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে অন্যান্য দেশগুলোর সামনে নিজেকে উপস্থাপন করছে বেইজিং। কিন্তু জলবায়ু সম্মেলনে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অনুপস্থিতি একটি বড় ভুল।’

অন্যদিকে, রাশিয়ার  প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করে জো বাইডেন বলেন, ‘রাশিয়ার বনাঞ্চলগুলো পুড়ছে এবং সেসব বিষয়ে রুশ প্রেসিডেন্ট নিশ্চুপ রয়েছেন।

মানুষের কারণে জীবাশ্ম জ্বালানির নির্গমন অতিরিক্ত বেড়ে যাওয়ার ফলে পৃথিবী দিন দিন উষ্ণ হচ্ছে। আর উষ্ণতা বেড়ে যাওয়ায় দাবদাহ, দাবানল ও বন্যার মতো জলবায়ু পরিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট চরমভাবাপন্ন আবহাওয়া তীব্রতর হচ্ছে।

এমতাবস্থায় আগামী ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে বিশ্বের ২০০টি দেশের কাছে তাদের পরিকল্পনা জানতে চাওয়ার লক্ষ্য নিয়ে স্কটল্যান্ডের গ্লাসগোতে ৩১ অক্টোবর থেকে চলছে বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-২৬)। আগামী ১২ নভেম্বর পর্যন্ত এই সম্মেলন চলবে।

স্কটল্যান্ডের গ্লাসগোয় কপ২৬ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের ১২০ জনেরও বেশি নেতা এবং বিভিন্ন সংস্থার ২৫ হাজারের বেশি সদস্য অংশ নিয়েছেন। তবে রাশিয়া ও চীনের প্রেসিডেন্টের অনুপস্থিতি জলবায়ু সংকট আরও গভীর হতে পারে বিশ্লেষকদের অনেকেই মনে করছেন। সূত্র: বিবিসি

Link copied!