‘নিখোঁজ’ গ্র্যান্ডস্লাম জয়ী চীনা টেনিস তারকা: বিশ্বজুড়ে উদ্বেগ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২১, ২০২১, ০৭:৩২ পিএম

‘নিখোঁজ’ গ্র্যান্ডস্লাম জয়ী চীনা টেনিস তারকা: বিশ্বজুড়ে উদ্বেগ

চীনের সাবেক উপপ্রধানমন্ত্রীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলার পর থেকে ‘নিখোঁজ’ রয়েছেন চীনা টেনিস তারকা পেং শুয়াই। তার নিখোঁজ থাকা নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ।

শনিবার (২০ নভেম্বর) যুক্তরাজ্য পেং শুয়াইয়ের অবস্থান নিয়ে যাচাইযোগ্য প্রমাণ দেখাতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। এর আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ এ ব্যাপারে উদ্বেগ জানিয়ে চীনের প্রতি একই আহ্বান জানায়।

দুইবার উইমেন ডাবলসে গ্র্যান্ডস্লাম জেতা পেং শুয়াই চলতি বছর নভেম্বরের শুরুতে চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে জানান, সাবেক উপপ্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির নেতা ঝ্যাং গাওলি তার সঙ্গে যৌন সম্পর্ক করতে বাধ্য করেন।

চীনের শীর্ষস্থানীয় কোনো রাজনীতিকের বিরুদ্ধে প্রথমবার অভিযোগ ওঠার পরপরই চীনে ইন্টারনেটে তোলপাড় শুরু হয়। এরপর পেং শুয়াইকে জনসমক্ষে দেখা কিংবা কথাও শোনা যায়নি। তার অবস্থান নিয়ে চীনের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে।

এদিকে, চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম গতকাল শনিবার একটি ভিডিও ফুটেজ পোস্ট করেছে। তাতে দেখানো হচ্ছে যে পেং শুয়াই হাসছেন এবং তিনি ভালো আছেন। সাবেক উপপ্রধানমন্ত্রীর বিরুদ্ধে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করার অভিযোগ তোলার পর থেকেই তার অবস্থান সম্পর্কে তথ্যের জন্য আন্তর্জাতিক চাপ বাড়ার মুখে এই ভিডিও প্রকাশ করা হলো।

Link copied!