‘নির্বাচনে দুর্নীতি হয়েছে ঘোষণা দেন, বাকিটা আমি সামলাবো’

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৩১, ২০২১, ০৫:৫৬ পিএম

‘নির্বাচনে দুর্নীতি হয়েছে ঘোষণা দেন, বাকিটা আমি সামলাবো’

গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে যেকোনো মূল্যে জয়ী হয়ে দ্বিতীয় বার ক্ষমতায় যেতে চেয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাই নিশ্চিত পরাজয় টের পেয়ে  নির্বাচনে কারচুপি ও দুর্নীতি হয়েছে বলে ঘোষণা দিয়ে বাকিটা তার (ট্রাম্প) ওপর ছেড়ে দিতে দেশটির আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাদের ট্রাম্প অনুরোধ জানিয়েছিলেন।নির্বাচন শেষ হওয়ার পর ফলাফল ঘোষণার আগে গত ডিসেম্বরে ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে ওই অনুরোধ জানান।

ওই ফোনকলে অংশ নেওয়া কয়েক জনের মধ্যে এক ব্যক্তির হাতের লেখা চিঠিতে সম্প্রতি এসব তথ্য উঠে এসেছে। গতকাল (৩০ জুলাই) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার খবরে এসব তথ্য জানানো হয়।

আলজাজিরার খবরে বলা হয়, ২০২০ সালের ২৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়ের সিনিয়র  কর্মকর্তাদের সাথে ফোনে কথা বলার সময় নির্বাচনে কারচুপি ও দুর্নীতি হয়েছে বলে ঘোষণা দেওয়ার অনুরোধ করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রতিনিধি পরিষদের হাউস ওভারসাইট কমিটি  স্থানীয় সময় শুক্রবার (৩০ জুলাই) ওই ফোনকলের একটি চিরকুট প্রকাশ করে।

এই কমিটি জোর দিয়ে বলছে, প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিজের পক্ষে আনতে  ট্রাম্প যে কতোটা মরিয়া হয়ে চেষ্টা করেছেন, তা এই ঘটনার মাধ্যমে বোঝা যায়। শুধু তাই নয়, আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাসহ অন্যান্য সরকারি কর্মকর্তাদেরও তার ওই প্রচেষ্টার সাথে যোগ করাতে চেয়েছিলেন ট্রাম্প।

আলজাজিরার খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের তৎকালীন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেফ্রে রোজেনের সঙ্গে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্পের ওই ফোনকলের সময় বিচার মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা রিচার্ড ডনোগউ উপস্থিত ছিলেন। ট্রাম্প-রোজেনের কথোপকথনের কিছু অংশ নিয়ে সেসময় একটি চিরকুট (পিডিএফ) লিখেছিলেন ডনোগউ।

ডনোগউয়ের চিরকুটের তথ্য অনুযায়ি প্রেসিডেন্ট ট্রাম্পকে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেফ্রে রোজেন টেলিফোনে  জানান,  ‘বিচার মন্ত্রণালয় নির্বাচনের ফলাফল পরিবর্তন করতে পারে না। একইসঙ্গে নির্বাচনের ফলাফলের দিকে আঙুলও তুলবে না মন্ত্রণালয়।’

জেফ্রে রোজেনের  জবাবে খুশি হতে না পেরে ট্রাম্প বলেন, ‘ আমিও আশা করিনা আপনারা এটা করেন। আপনারা শুধু এই ঘোষণা দেন নির্বাচনে দুর্নীতি হয়েছে। বাকীটা আমার ও রিপাবলিকান কংগ্রেস সদস্যদের ওপরে ছেড়ে দিন।’

এসময় ট্রাম্প ‘জালিয়াতি ও কারচুপির’ বিষয়ে অভিযোগগুলোর’ তদন্ত শুরু করার অনুরোধ জানালে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল রোজেন বলেন, ‘স্যার, আমরা কয়েক ডজন তদন্ত করেছি, শত শত মানুষের কথা শুনেছি। কিন্তু সামনে আনা (রিপাবলিকানদের পক্ষ থেকে আসা) প্রমাণগুলো বড় কোনো অভিযোগকেই সমর্থন করছে না।’

ডনোগউয়ের চিরকুটের তথ্য অনুযায়ি, রোজেন তার (ট্রাম্পের) মতো করে ‘যথাযথভাবে’ দায়িত্বপালন করছেন না বলে ওই সময় ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করলে জবাবে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল বলেন,  ‘আমরা আমাদের দায়িত্বপালন করছি। আপনি যেসব তথ্য পাচ্ছেন, তার বেশিরভাগই মিথ্যা।’

সূত্র: আলজাজিরা।

Link copied!