‘পাকিস্তান কো হিরো হো তুম’, সেই যুবককে বললেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ৫, ২০২২, ০৮:০৮ পিএম

‘পাকিস্তান কো হিরো হো তুম’, সেই যুবককে বললেন ইমরান খান

সমাবেশে ভয়াবহ হামলার শিকার হয়ে অল্পের জন্য বেঁচে গিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। আর  তাঁর জীবন বাঁচাতে হামলাকারীকে রুখে দেওয়া সেই যুবক ইবতাশাম হাসানের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।  

শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন ইমরান খানের সঙ্গে দেখা করেছেন ইবতাশাম। এসময় ইবতাশামকে পাকিস্তানের নায়ক (পাকিস্তান কো হিরো হো তুম) বলে উল্লেখ করেন ইমরান খান।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, হাসপাতালের হাসপাতালের বিছানায় শুয়ে ইবতাশামের টি-শার্টে অটোগ্রাফ দেন ইমরান খান। তিনি বলেন, ‘তুমি পাকিস্তানের হিরো। বড় হৃদয়ের মানুষ। অনেক ভালো লেগেছে।’

এ সময় যুবক ইবতাশাম ইমরান খানকে বলেন, ‘আপনিই আমাদের হিরো’। উজিরাবাদের ওই যুবকের বাড়িতে যাওয়ারও প্রতিশ্রুতি দেন ইমরান।

এ ঘটনায় স্বস্তি প্রকাশ করে বিবৃতি দিয়ে ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ ও সন্তানরা ইবতিশামকে ধন্যবাদ জানিয়েছেন।

ইমরানকে লক্ষ্য করে একে-৪৭ অস্ত্র থেকে গুলি চালানোর সময় তৎপর হয়ে ওঠেন ওই যুবক। ছুটে গিয়ে হামলাকারীকে ধরে ফেলেন। পিটিআই চেয়ারম্যানকে বাঁচিয়ে এখন প্রশংসায় ভাসছেন ওই যুবক।

পাকিস্তানের টেলিভিশন চ্যানেল এআরওয়াই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই যুবক বলেন, ‘আমি দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখলাম আমার থেকে ১০-১২ ফুট দূরে এক ব্যক্তি পিস্তল বের করে (ইমরান খানের দিকে) তাক করছে। এ সময় আমি ছুটে গিয়ে তাকে ধরে ফেলি।’

ইবতাশাম বলেন, ‘আমি (তার কাছে) পৌঁছানোর আগেই সে এক রাউন্ড গুলি করে ফেলেছে। তার কাছে পৌঁছে আমি প্রথমেই তার বন্দুক ধরা হাতটি ধরে ফেলি। এ সময় (হামলাকারী) যেসব গুলি ছুড়েছে সেগুলো একটাও আর ঠিক লক্ষ্যে আঘাত করতে পারেনি।’

তিনি বলেন, ‘তারপরই সে আমার হাত ছাড়িয়ে সামনের দিকে ছুটে পালানোর চেষ্টা করে। আমিও তার পিছু দৌঁড়ে কয়েক মিনিটের মধ্যেই ধরে ফেলতে সক্ষম হই, আলহামদুলিল্লাহ। তার পর পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।’

প্রসঙ্গত, পাকিস্তানের ওয়াজিরাবাদে দলীয় কর্মসূচীতে ইমরান খানকে বহনকারী কন্টেইনার ট্রাক লক্ষ্য করে একজন বন্দুকধারী গুলি চালান। এতে গুলিবিদ্ধ হয় ইমরান খানের পা।  আগাম নির্বাচনের দাবিতে দলীয় কর্মসূচীর অংশ হিসেবে গাড়িবহর নিয়ে তিনি রাজধানী ইসলামাবাদের দিকে যাচ্ছিলেন৷

Link copied!