চিকিৎসার জন্য সম্রাটের বিদেশ যাওয়া ঠেকাতে আদালতে দুদক

আদালত প্রতিবেদক

জুলাই ১৩, ২০২৩, ০৭:৪৫ পিএম

চিকিৎসার জন্য সম্রাটের বিদেশ যাওয়া ঠেকাতে আদালতে দুদক

সংগৃহীত ফাইল ছবি

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার আসামি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতির আদেশ স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে, ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমাম সম্রাটকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতিসহ পাসপোর্ট তার জিম্মায় দেওয়ার আদেশ দেন।

ওইদিন সম্রাটের আইনজীবী আফরোজা বলেন,  তার মক্কেল (সম্রাট) কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আগেই আবেদন করেছিলেন তিনি। একইসঙ্গে পাসপোর্ট তার জিম্মায় দেওয়ার অনুমতি চাওয়া হয় আদালতের কাছে। পরে শুননি শেষে মঞ্জুরুল ইমামের বিশেষ জজ আদালত বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে রায় ঘোষণা করেন।

প্রসঙ্গত, অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুদক ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে। ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাট ও তার সহযোগী তৎকালীন যুবলীগ নেতা এনামুল হক ওরফে আরমানকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র‌্যাবের একটি টিম।  

Link copied!