অবৈধ সম্পদ অর্জন ও অর্থ আত্মসাতসহ বেশ কিছু অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হয়েছেন।
অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদের বিষয়ে জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করছেন দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান।
তিনি জানান, সোমবার সকাল ১০টার আগেই জাহাঙ্গীরের একজন আইনজীবী দুদক কার্যালয়ে আসেন। পরে সাবেক এই মেয়র হাজির হন। এর আগে দুদক জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে গত ১৬ মে নোটিশ পাঠায়।
ভুয়া ব্যাংক হিসাবে টাকা অবৈধ লেনদেন, বিভিন্ন প্রকল্পে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে জাহাঙ্গীর আলমকে ওই নোটিশ দেয় দুদক।
নোটিশে ২১ ও ২২ মে দুদকে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার অনুরোধ করে দুদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. আলী আকবর। তবে দুদকের তলবে হাজির হতে এক মাস সময় চেয়ে গত ১৮ মে আইনজীবীর মাধ্যমে আবেদন করেন জাহাঙ্গীর আলম। এ ব্যাপারে ইতিবাচক জবাব না পেয়ে ২১ মে দুদকে উপস্থিত হয়ে সময় চাওয়ার বিষয়ে তিনি ব্যাখ্যা দেন। তার ব্যাখ্যার জবাবে দুদক ৬ ও ৭ জুন দুদকে হাজির হয়ে জাহাঙ্গীরকে বক্তব্য দিতে বলা হয়।