হাজতি রুনা লায়লাকে নির্যাতনসহ কাশিমপুর মহিলা কারাগারে অন্য আসামিদের ওপর অমানবিক নির্যাতন ও অত্যাচারের অভিযোগে শামীমা নূর পাপিয়াকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে স্থানান্তরিত করা হয়েছে।
সোমবার (৩ জুলাই) দুপুরের পর পাপিয়াকে কাশিমপুর থেকে কুমিল্লাতে স্থানান্তরিত করা হয়।
আরও পড়ুন: ওরা আমাকে নির্যাতন করে মেরে ফেলতে চাইছিল: হাজতি রুনা
এ বিষয়ে কাশিমপুর মহিলা কারাগারে জেল সুপার ওবায়দুর রহমান জানান, রুনা লায়লাকে অন্য হাজতিদের মারধরের ঘটনায় উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে তাকে কুমিল্লা কারাগারে স্থানান্তরের আদেশ আসে। তাই হাজতি শামীমা নূর পাপিয়াকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: কাশিমপুর কারাগার: যার নির্দেশে হাজতি নির্যাতন তিনিই তদন্ত কমিটির প্রধান!
তিনি আরও বলেন, রুনা লায়লাকে মারধরের ঘটনায় বিলকিস আক্তার ও আফরোজা আক্তারসহ ১১ জনকে বদলি এবং আরও দুজনকে শোকজ করা হয়েছে। তবে শোকজের জবাব দুজনের একজনও দেয়নি বলে তাদের নাম জানাননি তিনি।
প্রসঙ্গত, গত মাসের ২৫ তারিখে দ্য রিপোর্ট ডট লাইভে ‘হাজতিরা হাজতিদের পেটান কাশিমপুর কারাগারে!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই কারা কর্তৃপক্ষ নড়েচড়ে বসেন।