সেপ্টেম্বর ২৭, ২০২৩, ০৪:৩৯ পিএম
নিখোঁজের এক দিন পর ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার তীরনই নদ থেকে মা ও দুই ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁরা নদে নিখোঁজ হওয়ার পর বুধবার সকাল নয়টার দিকে তাঁদের লাশ পাওয়া যায়।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন কাশিপুর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের আবদুর রহিমের স্ত্রী নাসিমা বেগম (৩৫) এবং তাঁর দুই ছেলে শাওন (৮) ও সিফাত (৪)। লাশ উদ্ধারের সময় মায়ের পরনের ওড়নার সাথে ছেলেদের হাত বাঁধা ছিল বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, গতকাল দুপুরে কাশিডাঙ্গা গ্রামের আবদুর রহিমের ছেলে শাওন তার ছোট ভাই সিফাতকে নিয়ে তীরনই নদে গোসল করছিল। এ সময় তাদের মা নাসিমা বেগম এসে নিজের ওড়নায় দুই ছেলের হাত বেঁধে নদে ঝাঁপ দেন। নদে প্রবল স্রোত থাকায় মুহূর্তেই তলিয়ে যান তাঁরা।
খবর পেয়ে পরিবারের সদস্যসহ স্থানীয় লোকজন তাঁদের উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু তাঁদের খুঁজে পাওয়া যায়নি। আজ বুধবার সকালে ঘটনাস্থলের ২০০ গজ দূরে দুই ছেলের লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রানীশংকৈল পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশগুলো উদ্ধার করে।
রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম বলেন, ‘এরই মধ্যে এএসপি সার্কেল স্যার রেজাউল হকসহ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।’
এএসপি রেজাউল হক গণমাধ্যমকে জানান, ‘এখনও ঘটনাস্থলে তদন্ত করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এর সঠিক কারণ জানা যাবে।’