আশুলিয়ায় গাড়ী পোড়ানের মামলায় গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৮, ২০২৩, ০৪:৪৯ পিএম

আশুলিয়ায় গাড়ী পোড়ানের মামলায় গ্রেফতার ৬

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

গাড়ি ভাঙ্চুর ও পোড়ানো এবং বিস্ফোরক আইনের মামলার  ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন,শহিদুল ইসলাম (৪০) মো. সুরুজ্জামান (৪৭), মো. মুমিনুল ইসলাম (৪৫), অপূর্ব চন্দ্র দাস (২২) মো. রাজীব হোসেন, মো. সুজন (৩৪)।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার পুলিশ সুপার  মো. আসাদুজ্জামান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গত ২৯ জুলাই তারিখে একটি রাজনৈতিক দলের সারাদেশে অবস্থান কর্মসূচী চলাকালে কিছু নাশকতাকারী/দুস্কৃতিকারী আশুলিয়া থানাধীন নিরিবিলি সাকিনস্থ এইচ.আর.সি গেইটের পূর্ব পাশে ঢাকা-আরিচা গামী মহাসড়কে জনসাধারনের বিভিন্ন গাড়ী ভাংচুর করে, ককটেল ফুটিয়ে এবং বাসে আগুন জালিয়ে দিয়ে বিশৃঙ্খলতার সৃষ্টি করে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ বিকাশ বাসের চালক  মো. আনোয়ার হোসেন (৪২) বাদী হয়ে আশুলিয়ার থানার মামলা করেন । পরবর্তীতে ঢাকা জেলার পুলিশ ও ডিবি ,আশুলিয়া থানা ও জেলা গোয়েন্দা শাখা (উত্তর),ঢাকা এর সমন্বয়ে গঠিত একটি দল অভিযানে নামে। সিসিটিভি ফুটেজ পর্যালোচলা করে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে ০৩ জন আসামি  গ্রেফতার করা হয়।

ঢাকা জেলারে পুলিশ সুপার বলেন, “ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওই  দিনের নাশকতার ঘটনার সাথে জড়িত ছিলো বলে স্বীকার করেন এবং তাদের দেওয়া তথ্যমতে খুলনা, রংপুর, মানিকগঞ্জ, গাজিপুর, ঢাকায় অভিযান চালিয়ে বাকী ৩ জন আসামি কে  গ্রেফতার করা হয়।  উক্ত আসামীদের আটক করে জিজ্ঞাবাদে তারা নাশকতার সাথে জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করে।

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোববাশিরা হাবীব খান বলেন, “তাদেরকে আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হবে।  কারণ আমরা জানতে চাই কার নির্দেশে বা কার ইশারায় গাড়ি পুড়িয়েছে।যারা এধরনের কর্মসূচি দিয়ে মানুষের যান মালের ক্ষয়ক্ষতি করেছে তাদের মূল হোতাকে খুজে বের করে আইনের আওতায় আনে বিচার ব্যবস্থা করব।” ওই নাশকতার সাথে আরো কারা জড়িত আছে সে সংক্রান্তে তদন্ত এবং অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান।

Link copied!